Biology Lab
BIOLOGY শব্দটি দুটি গ্রীক শব্দের সমš^য়ে গঠিত Bios (জীবন) এবং Logos (জ্ঞান) অর্থাৎ জীবন সম্পর্কিত বিজ্ঞান। আমাদের প্রাত্যহিক জীবনে বিজ্ঞানের অবদান অপরিশীম। বিজ্ঞানের জন্য BIOLOGY LAB গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আনন্দের সাথে হাতে করমে শেখার একটি জায়গা হচ্ছে BIOLOGY LAB যার কারণে শিক্ষার্থীরা BIOLOGY LAB ক্লাসটাকে খুব বেশি Enjoy করে। সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের BIOLOGY LAB একটি সমৃদ্ধশালী LAB যেখানে ব্যবহারিকের জন্য প্রয়োজনীয় সমস্ত উপকরণ বিদ্যমান। বিজ্ঞানের প্রতিটি শাখাকে রুটিন মাফিক LAB ক্লাস নিয়মিত করানো হয়। জীবন নিয়ে বায়োলজির যত কথা। জীব, জীবন নিয়েই বায়োলজির শিক্ষা। সেই শিক্ষা ব্যবহারিকভাবে শেখার কোনো তুলনা নেই। বায়োলোজি ল্যাব সেক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করে। প্রতিষ্ঠানের বায়োলজি ল্যাবে পর্যাপ্ত প্রয়োজনীয় অ্যাপারেটাস রয়েছে। প্রশিক্ষকও রয়েছে দক্ষ যোগ্য।