Chemistry Lab
শিক্ষার্থীদেরকে বিজ্ঞান সম্মতভাবে রসায়নে উৎসুক ও রসায়ন পাঠকে আকর্ষনীয়, সহজ, সাবলীল করার জন্য সামসুল হক খান অ্যান্ড কলেজে রয়েছে একটি আধুনিক, সমৃদ্ব, সুবিন্যস্ত, নিরাপদ ল্যাবরেটরি। যা রসায়ন ল্যাব নামে পরিচিত। যেখানে শিক্ষার্থীরা তত্ত্বিক ক্লাশে যা শিখছে তা অনুশীলনে প্রয়োগ করে দৈনন্দিন জীবনে, উচ্চ শিক্ষা ক্ষেত্রে ও ক্যারিয়ার গঠনে এর বাস্তব প্রতিফলন ঘটাতে পারবে বলে আমাদের বিশ্বাসী। এই আধুনিক সমৃদ্ধ রসায়ন ল্যাবকে যথাযথভাবে নিরাপদে ব্যবহারের জন্য রসায়ন বিভাগের সার্বিক তত্ত্বাবধানে আমাদের রয়েছে দুজন ল্যাব পরিদর্শক/প্রদর্শক ও একজন ল্যাব সহকারী।